সম্প্রতি শুটিং সেটে এক নারীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে।
৬ই মে প্রিয়াংকা নামের এক নারী সংবাদ সম্মেলনে এসে শুটিং সেটে নেশা করা ও ঐ নারীকে ধর্ষণের অভিযোগ করেন শামীম হাসানের বিরুদ্ধে ।
এরপরই নিজেকে নির্দোষ দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম। সেখানে তিনি ঐ নারীর অভিযোগ অস্বীকার করেন।
এরপর শামীম হাসান সম্প্রতি অভিনেত্রী অহনার ভাইরাল হওয়া এক ইন্টারভিউয়ের বিষয়েও কথা বলেন। শামীম জানান, সম্প্রতি অহনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে সে তার প্রাক্তনকে জানোয়ার সম্বোধন করেছেন। সবাই আমাকে ভাবছে। আমার নতুন বিয়ে করা বউকে ভিডিও পাঠাচ্ছে।
এরপর শামীম বলেন, ঐ প্রাক্তন আমি না। অহনা যার কথা বলেছে সে বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়। যার সাথে অহনার ৭ বছরের সম্পর্ক ছিলো। শামীম তার সাথে অহনার সম্পর্কের বিষয়ে বলেন, মাঝখানে ৭ মাস আমার সাথে অহনার বন্ধুত্ব হয়েছিল। তখনও হৃদয়ের সাথে অহনার যোগাযোগ ছিলো যার প্রেক্ষিতে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে।
২০২৩ সালে শুটিং সেটে স্টাফের গায়ে গরম চা ডেলে দেওয়ার অভিযোগও উঠেছিল শামীম হাসানের বিরুদ্ধে ।