ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী আবারও বাংলাদেশকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি জানান, তার কাছে খবর আছে যে, বাংলাদেশ থেকে ৩ লাখ হাতে টানা রিকশা কলকাতা দখলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, “ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করতে যাচ্ছে। আরে, ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়।”
এছাড়া, তিনি গতকাল রোববার আরও এক মন্তব্য করেন যেখানে তিনি বলেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠায়, তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ ভারতের সামরিক শক্তি সম্পর্কে কিছুই জানে না এবং তাদের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
শুভেন্দু অধিকারী আরও বলেন, “বাংলাদেশকে আলু-পেঁয়াজের মতো সামগ্রীর জন্য ভারতীয় বাজারের ওপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত।”
এ ধরনের মন্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।