ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী’ — পরীমনি

সামাজিক মাধ্যমে আলোচিত প্রভাবক বর্ষা চৌধুরীকে নিয়ে বুধবার (৭ মে) দুপুর থেকে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। বর্ষার নিজের ফেসবুক পেইজ থেকেই দাবি করা হয়, তিনি মারা গেছেন। এরপর দ্রুতই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নারী উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম প্রভাবক বারিশা হক বর্ষার মৃত্যুর খবর শেয়ার করে গুজবকে আরও উসকে দেন। তবে কিছুক্ষণের মধ্যেই বারিশা আরেকটি পোস্টে পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, বর্ষা চৌধুরী জীবিত এবং সুস্থ আছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্ষার ফেসবুক পেইজ থেকে কে এই গুজব ছড়িয়েছেন, তা তার জানা নেই।

এই বিভ্রান্তিকর ঘটনাকে ঘিরে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিজের সামাজিক মাধ্যমে তিনি কড়া বার্তায় বর্ষাকে সতর্ক করেন। পরীমনি লেখেন—

“রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত‍্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না, ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত‍্যি আপনি চলে যাবেন, সেদিন আপনার জন‍্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।”

বর্ষা চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে কম আলোচনা হয়নি। বছর দুয়েক আগে তার দ্বিতীয় স্বামী, ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুতে তিনি ভীষণ ভেঙে পড়েন। এরপর থেকে সামাজিক মাধ্যমে স্বামীকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিতে থাকেন তিনি। কিছু সময় পর তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে, তবে সেই সংসারও টেকেনি। নানা সময় বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থেকেছেন বর্ষা।

এই ঘটনার পর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন—সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে দায়িত্বশীল আচরণ কতটা জরুরি।

‘মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী’ — পরীমনি

আপডেট সময়: ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সামাজিক মাধ্যমে আলোচিত প্রভাবক বর্ষা চৌধুরীকে নিয়ে বুধবার (৭ মে) দুপুর থেকে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। বর্ষার নিজের ফেসবুক পেইজ থেকেই দাবি করা হয়, তিনি মারা গেছেন। এরপর দ্রুতই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নারী উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম প্রভাবক বারিশা হক বর্ষার মৃত্যুর খবর শেয়ার করে গুজবকে আরও উসকে দেন। তবে কিছুক্ষণের মধ্যেই বারিশা আরেকটি পোস্টে পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, বর্ষা চৌধুরী জীবিত এবং সুস্থ আছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্ষার ফেসবুক পেইজ থেকে কে এই গুজব ছড়িয়েছেন, তা তার জানা নেই।

এই বিভ্রান্তিকর ঘটনাকে ঘিরে মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিজের সামাজিক মাধ্যমে তিনি কড়া বার্তায় বর্ষাকে সতর্ক করেন। পরীমনি লেখেন—

“রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত‍্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না, ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত‍্যি আপনি চলে যাবেন, সেদিন আপনার জন‍্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।”

বর্ষা চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে কম আলোচনা হয়নি। বছর দুয়েক আগে তার দ্বিতীয় স্বামী, ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুতে তিনি ভীষণ ভেঙে পড়েন। এরপর থেকে সামাজিক মাধ্যমে স্বামীকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিতে থাকেন তিনি। কিছু সময় পর তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে, তবে সেই সংসারও টেকেনি। নানা সময় বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থেকেছেন বর্ষা।

এই ঘটনার পর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন—সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে দায়িত্বশীল আচরণ কতটা জরুরি।