ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওড়না-হিজাব পরে ঠিকমতো খেলা যায় না: তাসনুভা তিশা

সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ অংশ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলাধুলা ও তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য নিয়ে মুখ খোলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।

তিনি বলেন, “আমাদের মেয়েরা যখন খেলে, তখন পোশাককে কেন্দ্র করে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বাজেভাবে উপস্থাপন করা হয়। খেলাধুলার বিষয়টি আড়ালে চলে যায়, বরং কে কী পরল—সেই নিয়েই আলোচনা বেশি হয়। এসব নিয়ে খুবই আজেবাজে কমেন্ট আসে। এভাবে আমাদের হ্যারাস করা হয়, যা একধরনের সামাজিক হয়রানি।”

তিশা জানান, “বাংলাদেশে বলিউডের মতো পাপারাজ্জি কালচার না থাকলেও, আমাদেরকে না জানিয়ে ভিডিও করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এতে করে আমাদের পরিবার পর্যন্ত নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয়।”

পোশাক নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, “শাড়ি পরলেও কমেন্ট করা হয়, আবার সালওয়ার-কামিজ ও ওড়না পড়েও বাজে মন্তব্য শুনতে হয়। খেলার সময় ওড়না বা হিজাব পরে খেলা কঠিন হয়ে পড়ে। তবুও আমরা কন্ট্রোভার্সি এড়াতে যথাসাধ্য চেষ্টা করি।”

ব্যক্তিগত পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে, টাইট নয়। এটা আমার ব্যক্তিগত পছন্দ—এটার সঙ্গে চরিত্র বা শিক্ষার কোনো সম্পর্ক নেই। কেউ বোরকা পরে আসলেও মন্তব্য থেমে থাকে না।”

তিনি শেষ করেন এই বলে, “যা-ই পরি না কেন, সমালোচনা হবেই। কিন্তু খেলা তো খেলা—ছেলে-মেয়ে সবার জন্যই সমান হওয়া উচিত।”

Tag :

ওড়না-হিজাব পরে ঠিকমতো খেলা যায় না: তাসনুভা তিশা

আপডেট সময়: ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ অংশ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলাধুলা ও তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা মন্তব্য নিয়ে মুখ খোলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।

তিনি বলেন, “আমাদের মেয়েরা যখন খেলে, তখন পোশাককে কেন্দ্র করে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বাজেভাবে উপস্থাপন করা হয়। খেলাধুলার বিষয়টি আড়ালে চলে যায়, বরং কে কী পরল—সেই নিয়েই আলোচনা বেশি হয়। এসব নিয়ে খুবই আজেবাজে কমেন্ট আসে। এভাবে আমাদের হ্যারাস করা হয়, যা একধরনের সামাজিক হয়রানি।”

তিশা জানান, “বাংলাদেশে বলিউডের মতো পাপারাজ্জি কালচার না থাকলেও, আমাদেরকে না জানিয়ে ভিডিও করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এতে করে আমাদের পরিবার পর্যন্ত নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয়।”

পোশাক নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, “শাড়ি পরলেও কমেন্ট করা হয়, আবার সালওয়ার-কামিজ ও ওড়না পড়েও বাজে মন্তব্য শুনতে হয়। খেলার সময় ওড়না বা হিজাব পরে খেলা কঠিন হয়ে পড়ে। তবুও আমরা কন্ট্রোভার্সি এড়াতে যথাসাধ্য চেষ্টা করি।”

ব্যক্তিগত পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে, টাইট নয়। এটা আমার ব্যক্তিগত পছন্দ—এটার সঙ্গে চরিত্র বা শিক্ষার কোনো সম্পর্ক নেই। কেউ বোরকা পরে আসলেও মন্তব্য থেমে থাকে না।”

তিনি শেষ করেন এই বলে, “যা-ই পরি না কেন, সমালোচনা হবেই। কিন্তু খেলা তো খেলা—ছেলে-মেয়ে সবার জন্যই সমান হওয়া উচিত।”